Halloween Costume ideas 2015

All in one tip and tricks site

Robi তে ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায় (বন্ধ সিম অফার)

Robi তে ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায় (বন্ধ সিম অফার)

Robi তে ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায়  

(বন্ধ সিম অফার)






Robi আপনার রবি প্রিপেইড এবং SME সংযোগ বন্ধ থাকলে (পোস্ট-পেইড, উদ্যোক্তা, কর্পোরেট এবং ইজিলোড কানেকশন ব্যতীত) . তাহলে সিম টি চালু করে পাচ্ছেন ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায় + [5% Supplementary Duty + 15% VAT + 1% Surcharge] যার মেয়াদ থাকছে ৩০ দিন। . এই ডাটাব্যাবহার করতে পারবেন রাত ১২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। আপনি ৩০ দিন পর পর ১ জিবি ডাটা গ্রহন করতে পারবেন । . আকর্ষনীয় এই অফার টি চালু করতে kindly ডায়াল করুন *8666*090# এই কোডটি। অবশিষ্ট ডাটা চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন *8444*88#। সকল চার্জ সহ অফার টি চালু করতে ১০.৯৬ টাকা প্রয়োজন হবে। . কলরেটের অফারে টাকা ১৯ রিচার্জ করে পাচ্ছেন ২৫ পয়সা/মিনিট [রবি- রবি/এয়ারটেল] এবং ৬০ পয়সা/মিনিট [রবি-অন্যান্য] আকর্ষনীয় একটি কল রেট (৫% সম্পূরক শুল্ক+ ১৫% ভ্যাট +১% সারচার্জ প্রযোজ্য) যা ব্যাবহার করতে পারবেন ২৪ ঘন্টা। কলরেটের মেয়াদ থাকবে ৩০ দিন। ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। আর ও পাচ্ছেন ১৯টি এসএমএস যার মেয়াদ থাকবে ২ দিন । . এছাড়া, ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন ২ দিনের জন্য ১৯ টি এসএমএস এবং এমএমএস। SMS balance চেক করতে ডায়াল করুন *222*10# MMS balance চেক করতে ডায়াল করুন *222*13# . আপনার নম্বর এই অফার এর আওতায় আছে কিনা তা জানতে নিজের নাম্বার থেকে ডায়াল করুন *৮০৫০# অথবা যে কোন রবি নম্বর থেকে Your Robi Number টাইপ করে পাঠিয়ে দিন ৮০৫০ তে, একেবারেই ফ্রি।

Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget