Halloween Costume ideas 2015

All in one tip and tricks site

Facebook Single Name with PC... পিসি দিয়ে ফেইসবুক আইডির নাম সিঙ্গেল করুণ খুব সহজেই

Facebook Single Name with PC

পিসি দিয়ে ফেইসবুক আইডির নাম সিঙ্গেল করুণ খুব সহজেই






এই কাজটার জন্য আমরা Chrome Browser ব্যাবহার করে করবো। যেভাবে করতে হবে..
প্রথমে  Geo proxy  নামের একটা Extension এড করে নিতে হবে ক্রোমে। কিভাবে এড করবেন এইটা?
এই লিঙ্কে গেলেই Geo proxy টা পাবেন। Add to chrome এ ক্লিক করে এড করে নিন।

দেখবেন এইটা অন্যান্য এক্সটেনশনের মতই মেনুবারে  যুক্ত হয়ে গেছে।
এবার মেনুবার থেকে Geo proxy এ ক্লিক করেন >  Select এ ক্লিক করেন > Indonesia সিলেক্ট করেন।
এখন Search এ ক্লিক করলে কতগুলা ইন্দোনেশীয়ান প্রক্সি ঃ পোর্টের লিস্ট পাবেন।
প্রথম টা সিলেক্ট করেন এরপর দেখন ব্রাউজার কাজ করে কিনা। যদি কাজ  না করে পরের প্রক্সি ঃ পোর্ট টা সিলেক্ট করেন। প্রথম ২ – ৩ টার মধ্যে একটা কাজ করবে।
এরপর সব সেই আগের নিয়মেই। ফেইসবুকে আসেন > Settings > Language > Bahasa Indonesia > Done এরপর Settings > General > Name > প্রথম বক্সে আপনার সিঙ্গেল নাম দেন > Password দিয়ে OK করেন।

ধন্যবাদ 🙂
    Labels:

    Post a Comment

    MKRdezign

    Contact Form

    Name

    Email *

    Message *

    Powered by Blogger.
    Javascript DisablePlease Enable Javascript To See All Widget