Halloween Costume ideas 2015

All in one tip and tricks site

2017

এখন রবিতে ফিরলেই পাচ্ছেন এক বছরের জন্য ফ্রী ইন্টারনেট


https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। 
আসা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
প্রথমেই ফোনের ব্রাউজার থেকে এই লিংক এ যান   >>> Click this link<<<


https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

রকম আসার পর আপনার নম্বার দিন। এবং সাবমিট দিন।

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/


এর পর আপনার নাম্বারে একটা পিন কোড় যাবে। পিন কোড়টা দিয়ে সাবমিট দিন।
তার পর ২৯ এমবি পেয়ে যাবেন

Proof


https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/


ধন্যবাদ

আপনার মোবাইল দিয়ে নিজের+যেকোনো IP এর full Details বের করবেন…


আসসালামুওয়ালাইকুম

— আশা করি সবাই ভালোইই আছেন।
— আজকে আমরা জানবো কিভাবে নিজে নিজেই নিজের+যেকোনো IP এর Whole Details বের করবো…
— কিভাবে Email location খোজা যাই তা বের করবো…


https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/


— তো প্রথমেই আপনাকে একটি ওয়েব সাইট এ যেতে হবে…  >>>Click This Link<<<

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

— এটা প্রথমে automatically আপনার বর্তমান IP+Details বের করে দিবে… 
— যেমন আমার টা দেখুন…

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

—চাইলে IP customize করে কাঙ্ক্ষিত IP Track করতে পারেন…. অন্য IP Track করতে চাইলে first এ যে red line এ আপনার IP দেয়া আছে ওইটা চেঞ্জ করে আপনার কাঙ্ক্ষিত IP দিয়ে নিচের option এ ক্লিক করুন এবং যা যা জানার জেনে নিন….   এইভাবে-

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

— এবার email locator এর demo টা দেখেন….প্রধানত এটি hot mail এর জন্য খুবই গুরুত্তপূর্ন…কারন hot mail এ hacker রা অনেক Phishing email send করে….তো প্রথমে আপনাকে screen shot এর যে লাল জায়গা টা আছে ঐখানে আপনি email code টা দেন A-z…

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

— তারপর Find sender এর মতো নিচের option টাই click করুন।… সবকিছু ঠিক থাকলে Details পেয়ে যাবেন… এই দেখুন…

https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/

— যারা এ সম্পর্কে বেশি কিছু জানতে চান তারা… তারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন…



—সবাইকে ধন্যবাদ—

গ্রামীণফোন দিচ্ছে 45 টাকাই 500 MB সকল প্রিপেইড গ্রাহকদের জন্য so সবাই পাবেন...




গ্রামিনফোন দিচ্ছে নতুন offer 45 টাকাই 500 এম্বি মেয়াদ 3 দিন।


অফারটি পেতে wowbox এ গিয়ে STORE টাপ করেন।


স্ক্রিনশর্টটি দেখুনঃ



তার পর এখানে 45 tk 500 mb এর উপরে টাপ করে নিচে CLIME এ টাপ করেন। আশা করি সবাই বুজতে পেরেছেন।

আপনার বন্ধুকে স্টাইলিশ ম্যাসেজ দিয়ে চমকে দিন



আজ আপনাদের মাঝে একটা মজার অ্যাপ নিয়ে হাজির হয়েছি। এই অ্যাপটি দিয়ে আপনার বন্ধুকে স্টাইলিশ ম্যাসেজ দিয়ে চমকে দিন। ভাল লাগলে ডাউনলোড করে নিবেন। 

চলুন দেখি কেমন এই অ্যাপ টিঃ


স্ক্রিনশর্ট দেখুন-

ss1.



ss2.



ss3.



ss4.



এয়ারটেল সিমে নিন দেশের সেরা এস.এম.এস প্যাক, মাত্র ৭ টাকায় ৭০০ এবং ২ টাকায় ১০০ এস.এম.এস পাঠাতে পারবেন যেকোনো নাম্বারে।




আমাদের দৈনন্দিন অনেক কাজে ই প্রয়োজন পড়ে এস.এম.এস পাঠানোর। প্রয়োজন হয় প্রেমিক যোগলের, সাধারন যোগাযোগ এর জন্য, বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্য তাছাড়াও ইদানিং অনেক ব্যাংক এর মত ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ও প্রয়োজন পড়ে এস.এম.এস এর।
আপনার এই দৈনন্দিন এস.এম.এস চাহিদা পুরন করতে ই এয়ারটেল নিয়ে এলো দেশের সবচেয়ে সাশ্রয়ী এস.এম.এস প্যাক যা আপনি ব্যাবহার করতে পারবেন দেশের যেকোনো নাম্বারে এস.এম.এস পাঠিয়ে।
চলুন দেখে নিই এস.এম.এস প্যাকগুলো
প্যাক ১ :
কিনতে ডায়াল : *321*1100#
এস.এম.এস এর সংখ্যা : ১০০
দাম : ২ টাকা + ভ্যাট
ব্যবহার করা যাবে : বাংলাদেশের যেকোনো নাম্বারে
মেয়াদ : কেনার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টা।
অবশিষ্ট বেলেন্স চ্যাক করতে : *778*6#
প্যাক ২ :
কিনতে ডায়াল : *321*700#
এস.এম.এস এর সংখ্যা : ৭০০
দাম : ৭ টাকা + ভ্যাট
ব্যবহার করা যাবে : বাংলাদেশের যেকোনো নাম্বারে
মেয়াদ : কেনার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টা
অবশিষ্ট ব্যালেন্স চ্যাক করতে : *778*6#

বাংলালিংকে নাইট প্যাক অফার মাত্র 23 টাকায় 1 জিবি ইন্টারনেট সকল গ্রাহকের জন্য প্রযোজ্য




বাংলালিংকে নাইট প্যাক অফার। এই অফারটি সবাই পাবেন এই সুপার হিট অফারটি পেতে আপনার ফোনে 23 টাকা বা তার বেশি রেখে ডায়াল করুন *5000*219#
যার মেয়াদ 2 দিন এবং ব্যবহার করতে পারবেন রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত এমবি চেক করতে ডায়াল করুন *5000*500#

প্রেম, ভালোবাসা, বৈধ অবৈধ ও তাঁর সমাধান – পর্ব 2 [শেষ পর্ব]




 আসসালামু আলাইকুম, আপনাদের সবার জন্য  নিয়ে আসলাম আমার আর্কাইভ থেকে একটা পছন্দের পোষ্ট। এটি 2nd পর্ব। আজকের বিষয়- প্রেম, ভালোবাসা ও বিবাহ, বৈধ অবৈধ ও তাঁর  সমাধান। # Click to see Previous Part 1



এক/
১ নাম্বার পয়েন্টের সমাধানঃ |
সমাধানঃ ইসলাম আপনাকে পছন্দ করতে নিষেধ করেনি, কিন্তু বিবাহ পুর্ব আলাপন, দেখা ডেটিং নিষেধ করে। হয়তো বলবেন – আমরাই তো বিয়ে করবও। না অনেক আছে যারা ৫-১০ বছর প্রেম করের পরও বিয়ে হয়ন। হবে কিভাবে? বিবাহ তো ভাগযের লিখন, লেখা না থাকলে আপনার ইচ্ছায় কি হবে? আর লেখা থাকলে কি আপনা ইচ্ছায় বিবাহ ভাংবে? তাই আগে আগে যা করছে বিয়ের পর সেইটা করলে (মন দেয়া নেয়া) সব দিক থেকে ভালো হয়।
# তাছাড়া দেখবেন — প্রেম করে বিবাহের ঘর ভাঙ্গার সংখ্যা বেশি ও অনেক বেশি, বিদেশে তো ৯০-৯৯ পার্সেন্ট বলা যায়, আর প্রেম বাদে বিবাহের ঘর ভাঙ্গার সংখ্যা ০-৫ পার্সেন্ট। নাই বললেই চলে। এর কারণ হিসেবে ১ টাই কারণ পাওয়া যায় – আমাদের অভিজ্ঞতা নাই, মা বাবার অভিজ্ঞতা আছে। তাঁরা বোঝেন কোন ধরনের মেয়ে বা ছেলে কোথায় ভালো। তাই আমাদের পছন্দের পাশাপাশি মা-বাবার মত এক হওয়া দরকার। হাদিসেও সেই কথাই এসেছে। পছন্দ করতে বা দেখে নিতে বলা হয়েছে। আর মা বাবার অনুমতির বিষয় ও এসেছে বহুবার।


দুই/
২ নাম্বার পয়েন্টের সমাধানঃ
সমাধানঃ. . .এই ভালবাসা হলো আল্লাহকে ভালবাসা. দুনিয়ার কারো প্রতি টান থাকলে সেই কারণ টা হবে “আমি ও নামাজী, সেও নামাজী তাই তাঁর প্রতি টান। আমি ও রোজাদার, সেও রোজাদার তাই তাঁর প্রতি টান” এরকম হবে, কাউকে ভালোবাসলে আল্লাহর কারনেই ভালোবাসা। এটা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলেমগন বলেন “যদি এমন হয় যে – যখন কেউ আমার মত মতো চলে, আমার দল বা হুজুরকে ভালোবাসে তখন তাকে আমি ভালো বাসি, আর সে আল্লাহ ও রাসুল (সঃ) এর হুকুম মত চলে কিন্তু আমার দল বা আমার হুজুরকে ফলো করেনা তাকে ভালোবাসিনা, তাহলে বুঝতে হবে – আমার মনে আল্লাহর চেয়ে অন্য কিছুর ভালোবাসা বেশি আছে”।
তাই কেউ নিজকে মুসলিম দাবি করলে তার সেইটা করা উচিত যেই প্রকার টা রাসুল [সঃ] করে দেখিয়েছেন, রাসুল [সঃ] কে মুখে দাবি করি যে ভালোবাসি, কিন্তু কাজ একটাও তাঁর মত করিনা, এটা মেকি ভালোবাসা। এটা আবু তালিবের মত ভালো বাসা। আর সবাই ই জানেন আবু তালিবের সেই ভালোবাসা গ্রহনীয় নয়। । অনুসরণ ও অনুকরণ ই ভালোবাসার দাবি – এটাই বাস্তব। একারণেই ইমাম বুখারী রহঃ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, নাসির উদ্দিন আলবানী, ইমাম আজম রহঃ, ইমাম শাফেয়ী রহঃ সহ কোটি আলেম গনের শত কস্ট – শত শ্রম, জীবন সাধনা শুধু সহীহ হাদীস সংগ্রহ, প্রচারের জন্য।
একটা হাদীস যিনি বর্ণনা করেছেন তা তিনি কার কাছে থেকে শুনলেন, তিন কার কাছে থেকে – তিনি কার কাছ থেকে………এভাবে বর্ণনা রাসুল (সঃ) পর্যন্ত সঠিক ভাবে গেলেই তাঁর হাদিস টা সহীহ কিতাবে লেখা হয়েছে, ভেতরে কেউ বাদ গেলে, বা নিজের শিক্ষক নয় এমন কারো থেকে শোনা হাদিস টাও সহীহ হাদীসে আসেনি। এই ধারা কে সনদ বলে। (আমরা বাঞালি রা হাদীস ই পড়তে চাইনা আর সনদ পড়া, বিভিন্ন দেশে সনদ সহ হাদীস পড়ানো শেখানো হয়)। কেন এত কিছু? কারণ – যাতে একমাত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুবহু অনুকরণ অনুসরণ করা যায়, এর ফলে তাঁর প্রতি ভালবাসার প্রমান রাখা যায়। মনে রাখবেন – যে কাজটা হাদিসে পাওয়া যায়না সেই কাজ যতই ভালো দেখাক, তা করে রাসুল (সঃ) এর প্রতি ভালোবাসা প্রমান করা যায়না, তা করে নিজের নফসের প্রতি ভালোবাসা প্রমান করা যায়। এমনকি যে কাজ হাদিসে আছে কিন্তু সেই কাজ পালনের যে পদ্ধতি হাদিসে পাওয়া যায়না, সেই পদ্ধতিতে (নিজের বানানো পদ্ধতিতে) কাজ করেও রাসুল (সঃ) এর প্রতি ভালোবাসা প্রমানিত হয়না। আমি কোন উদাহরণ দিচ্ছিনা কারন তর্ক বিতর্ক হতে পারে। উদাহরণ সহ দেখতে কয়েকজন আলেমের বই পড়তে পারেন। (আমার প্রফাইলে লেখা আছে) আর সমাজে যে কাজের যে সিস্টেম দেখবেন তাও হাদিসে সরাসররী মিলিয়ে দেখতে পারেন।

প্রেম, ভালোবাসা ও বিবাহ, বৈধ অবৈধ ও তাঁর সমাধান – পর্ব ১





আসসালামু আলাইকুম, আপনাদের সবার জন্য  নিয়ে আসলাম আমার আর্কাইভ থেকে একটা পছন্দের পোষ্ট। এটি ১ম পর্ব। আজকের বিষয়- প্রেম, ভালোবাসা ও বিবাহ, বৈধ অবৈধ ও তাঁর  সমাধান।       

এক/
ভালবাসা মানে কেউ মনে করেন একটা মেয়েকে বাবা মা এর অগোচরে পছন্দ করা, তার পিছনে কয়েক বছর সময় ব্যয় করা, তাকে বিয়ে করা, সুখে বাস করা | ভাল কথা | কিন্তু আপনি কি পরখ করে দেখেছেন কতজন ই তো প্রেম করে বিয়ে করে তারা সবাই সুখি হতে পেরেছে কিনা? আমি দেখেছি, অনেক এরকম দম্পতি যারা কমপক্ষে দশটি ক্ষতির সম্মুখিন হয়, যথা: ধর্ম অমান্য, মা বাবার অমতে জোর করে বিয়ে, বিয়ের পর ভাল না লাগা, ঝগড়া  , বউয়ের বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ, ছাড়াছাড়ি, নেশা, স্ত্রী হত্যা, স্বামীর নামে মামলা করা | এগুলা এ রকম মেয়ের ভালবাসার ফলাফল |
…………….
দুই/
আবার যারা মনে করেন ভালবাসা মানে মানবতা বা মানুষকে ভালবাসা , এরা সঠিক কাজ করেন ও প্রথম প্রকারের মত ব্যার্থতা ও কষ্ট পোহান না বরং জীবনে সর্বক্ষেত্রে সফল হন, মানব প্রেমে নিজেকে বিলিয়ে অমর হয়ে থাকেন ইতিহাসের পাতায়, যেমন: কাজী নজরুল ইসলাম, তিতুমীর, ইবনে সিনা, আল বেরুনী, আইনস্টাইন,  | বলে শেষ করা যাবেনা | মজার বিষয়, যারা ভালবাসা বলতে মানব প্রেম বোঝেন এদের ভেতর মেয়ে প্রেম পাওয়া যায়না ও এই ভালবাসা ইসলামের নির্দেশ, এরা ভালবাসা বলতে মা বাবা ভাই বোনের ভালবাসা বোঝেন, স্ত্রীর ভালোবাসা ও দেশের ভালোবাসা বোঝেন।
…………….
তিন/
এটা এমন এক প্রকার ভালবাসা যাকে বলে প্রকৃত ভালবাসা, কথায় আছে ভালবাসা স্বর্গ থেকে আগত, এটাই সেই ভালবাসা কিন্তু অনেকে এটাকে এক নাম্বারে যা বলেছি সেখানে নিয়ে যায়, যা মোটেও উচিত নয় ..
. . .এই ভালবাসা হলো আল্লাহকে ভালবাসা. দুনিয়ার কারো প্রতি টান  থাকলে সেই কারণ টা হবে “আমি ও নামাজী, সেও নামাজী তাই তাঁর প্রতি টান। আমি ও রোজাদার, সেও রোজাদার তাই তাঁর প্রতি টান” এরকম হবে,  কাউকে ভালোবাসলে আল্লাহর কারনেই ভালোবাসা। এটা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই কেউ নিজকে মুসলিম দাবি করলে তার সেইটা করা উচিত যেই প্রকার টা রাসুল [সঃ] করে দেখিয়েছেন, রাসুল [সঃ]  কে মুখে দাবি করি যে ভালোবাসি, কিন্তু কাজ একটাও তাঁর মত করিনা, এটা মেকি ভালোবাসা। এটা আবু তালিবের মত ভালোবাসা।আর সবাই ই জানেন আবু তালিবের সেই ভালোবাসা গ্রহনীয় নয়। । অনুসরণ ও অনুকরণ ই ভালোবাসার দাবি -এটাই বাস্তব। কারণ এতেই পাওয়া যায় আল্লাহর ভালবাসা  . নিজের, পরিবারের, সমাজের ও রাস্ট্রের সকল কাজের মডেল যিনি। সব কাজের নিয়ম যিনি বলে গেছেন, যেমন তিনি দেখিয়েছেন কিভাবে পানি খাবেন? ডান হাতে ধরে, বসে, তিন নিস্বাসে,পাত্রের  ভিতরে নিশ্বাস ফেলা যাবেনা, বিসমিল্লাহ বলে খাবেন, খেয়ে শেষে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। আজ  বিজ্ঞান বলছে মানুষের নিশ্বাসে এক প্রকার গ্যাস থাকে কার্বন ডাই অক্সাইড যা ক্ষতিকর , পাত্রে পড়লে ক্ষতি হয়,. . . . . . . অতএব বুঝতেই পারছেন ইসলাম আমাদের তাই নিষেধ করেছে যা ক্ষতিকর, আর তাই উপদেশ দিয়েছে যা আমাদের জন্য উপকারী।
বিবেক কে প্রশ্ন করুন, ইসলামের বাইরে গিয়ে নিজের ক্ষতি করে সব হারাবেন? নাকি রাসুল [সঃ] এর দেখানো পথে চলে সফল ও সুখী হবেন?

রবিতে ১২৯ টাকা রিচার্জে ৬ জিবি ইন্টারনেট




রবি দিচ্ছে ১২৯ টাকা রিচার্জে ৬ জিবি ইন্টারনেট।

স্ক্রিনশর্ট দেখুনঃ



২ জিবি দিনরাত ২৪ ঘন্টা এবং বাকি ৪ জিবি ।

রাত ১ টা থেকে সকাল ১ টা।

মেয়াদঃ ৭ দিন

যেভাবে নিবেনঃ


1. ১২৯ টাকা রিচার্জ করুন
2. অথবা ব্যালেন্সে ১২৯ টাকা রেখে ডায়াল করুন *123*02#

মরণ খেলা ব্লু হোয়েল সম্পর্কে কিছু তথ্য ও ধারণা...



ব্লু হোয়েল একটি মরণঘাতী খেলা। 
আসুন বিস্তারিত জেনে নেই এই খেলা আসলে কি এবং কেমন প্রকৃতির।

‘ব্লু হোয়েল’র নির্মাতা ফিলিপ বুদেকিন এর ছবি





আমি প্রথমেই বলে নেই এই পোস্টটি সম্পুর্ন নিউজ পেপার থেকে সংগ্রহ করা সবাইকে সতর্ক করার জন্য পোস্ট টি করা হলো

বর্তমানে ইন্টারনেট দুনিয়ার এক ভয়ংকর নাম ‘ব্লু হোয়েল’। এই সুইসাইড গেম বা মরণ নেশার ফাঁদে পড়ে তরুণ-তরুণীরা আত্মহত্যা করতেও পিছপা হচ্ছে না।
কী আছে এই গেমের মধ্যে? ফিলিপ বুদেকিন কেনই বা তৈরি করলেন এই গেম, তাই এখন আলোচনার অন্যতম ইস্যু।

কে এই ফিলিপ বুদেকিন?

ফিলিপ বুদেকিন রাশিয়ার নাগরিক। তার ডাকনাম ফিলিপ ফক্স। তার পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ পেতে দেখা যায়নি।
ফিলিপ ১৮ বছর বয়সে ২০১৩ সালে প্রথমে ব্লু হোয়েল নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তিনি সামাজিকমাধ্যমে ‘এফ৫৭’ নামে একটি গ্রুপ তৈরি করেন। এরপর ৫ বছরের জন্য একটি পরিকল্পনা করেন। ৫ বছরের মধ্যে যেসব মানুষ সমাজের জন্য অপ্রয়োজনীয় (তার মতে) তাদের ধ্বংস করার পরিকল্পনা করেন।
ফিলিপ যখন এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তখন তিনি রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়াশোনার পর ব্লু হোয়েলের বিষয়টি প্রকাশ হলে ২০১৬ সালে তাকে বহিষ্কার করা হয়। ওই সময়ে তাকে গ্রেফতার করে রাশিয়ার আইনশৃংখলা বাহিনী।
ফিলিপ কিশোর বয়সে তার মা ও বড় ভাইয়ের হাতে প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন বলে তদন্তকারীদের জানিয়েছেন। তবে সে নিজেও মানসিকভাবে অসুস্থ বলে তদন্তকারী কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান।
ফিলিপ ও তার সঙ্গীরা প্রথমে রাশিয়ার সামাজিকমাধ্যম ‘ভিকে’ ব্যবহার করে। সেখানে তারা একটি গ্রুপ করে। গ্রুপে ভয়ের ভিডিও ছড়ানোর মাধ্যমে কাজ শুরু করে।
ভয়ের ভিডিও ছড়ানোর ফলে ওই গ্রুপে প্রচুর তরুণ-তরুণী যুক্ত হয়।
সেখান থেকে বুদেকিনের সঙ্গীরা মিলে এমনসব তরুণ-তরুণীদের বাছাই করতে থাকে, যাদের সহজে ঘায়েল করা সম্ভব হবে।
সেন্ট পিটার্সবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপ বলেন, ‘যেখানে মানুষ আছে সেখানে কিছু জীবন্ত বর্জও (মানুষ) আছে। ওইসব মানুষের সমাজে কোনো প্রয়োজন নেই। তারা হয় নিজেরা সমাজের জন্য ক্ষতি, না হয় তারা সমাজের ক্ষতির কারণ। আমি সমাজের ওইসব বর্জ্য পরিষ্কার করতে চাই।’
তবে তিনি সরাসরি আত্মহত্যার নির্দেশ দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি আত্মহত্যার জন্য অনুপ্রাণিত করিনি। কিন্তু গেমের সঙ্গে পাল্লা দিয়ে তারা নিজেরাই আত্মহত্যার পথ বেছে নেয়।
গত মে মাসে এক গোপন বিচারের মাধ্যমে ফিলিপকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি সাইবেরিয়ার একটি কারাগারে কারাভোগ করছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

ব্লু হোয়েল গেম কীভাবে কাজ করে?

এটি অনলাইনভিত্তিক একটি গেম। অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে চলে এ প্রতিযোগিতা। এতে সর্বমোট ৫০টি ধাপ রয়েছে। আর ধাপগুলো খেলার জন্য ওই কমিউনিটির অ্যাডমিন বা পরিচালক খেলতে ইচ্ছুক ব্যক্তিকে বিভিন্ন চ্যালেঞ্জ দেবে। আর প্রতিযোগী সে চ্যালেঞ্জ পূরণ করে তার ছবি আপলোড করবে। শুরুতে মোটামুটি সহজ এবং কিছুটা চ্যালেঞ্জিং কাজ দেয়া হয়। যেমন- মধ্যরাতে ভূতের সিনেমা দেখা। খুব সকালে ছাদের কিনারা দিয়ে হাঁটা এবং ব্লেড দিয়ে হাতে তিমির ছবি আঁকা ইত্যাদি।
তবে ধাপ বাড়ার সঙ্গে সঙ্গে কঠিন ও মারাত্মক সব চ্যালেঞ্জ দেয় পরিচালক। যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং এ খেলার সর্বশেষ ধাপ হলো আত্মহত্যা করা। অর্থাৎ গেম শেষ করতে হলে প্রতিযোগীকে আত্মহত্যা করতে হবে। তবে এই গেমের শেষ ধাপে যাওয়ার আগেই খেলোয়াড়ের মৃত্যু হতে পারে। যেমন- ছাদের কিনারায় হাঁটা বা রেললাইনে হাঁটার মতো যেসব কাজ করতে বলা হয়, ওইসব কাজ করার সময় মৃত্যু হতে পারে।
গেমটির বেশিরভাগ ধাপই এমনভাবে সাজানো হয়েছে যে, ওইসব ধাপ অতিক্রম করতে করতেই খেলোয়াড়ের মৃত্যু হতে পারে। ব্লু হোয়েলের কবলে পড়ে ৫০তম ধাপে গিয়ে যারা আত্মহত্যা করছে কেবল তাদের খবরই প্রকাশ হচ্ছে। কিন্তু এর আগে যারা মারা যাচ্ছে তারা ব্লু হোয়েলের ফাঁদে পড়ে মারা যাচ্ছে কিনা- তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তরুণ-তরুণীরা কেন আকৃষ্ট হয়?

ব্লু হোয়েলে সাধারণত অবসাদগ্রস্ত তরুণ-তরুণীরা আসক্ত হয়ে পড়ে। বিশেষ করে গভীর রাতে বা একাকী দীর্ঘ সময় যারা ইন্টারনেটে সামাজিকমাধ্যম জগতে বিচরণ করে তারা এর সঙ্গে জড়িয়ে পড়ছে। এছাড়া তরুণ-তরুণীদের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার যে আগ্রহ সেটাকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলে এর কিউরেটররা।
অংশগ্রহণকারীদের প্রথমে সাহসের প্রমাণ দিতে বলা হয়। এজন্য তাদের ছোট ছোট কিছু সাহসী কাজ দিয়ে এগিয়ে নেয়া হয়। একবার এতে জড়িয়ে পড়লে আর সহসা বের হওয়ার সুযোগ থাকে না।
সহজ ও নতুন নতুন চ্যালেঞ্জ এবং সাহস আছে কি না- এমন কথায় সাহস দেখাতে গিয়ে দিনকে দিন যুবক-যুবতীরা আকৃষ্ট হচ্ছে এই গেমে। তবে একবার এ খেলায় ঢুকে পড়লে তা থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব।

ব্লু হোয়েলে আসক্তদের চিনবেন কীভাবে?

যেসব কিশোর-কিশোরী ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে পড়েছে তারা সাধারণভাবে নিজেদের সব সময় লুকিয়ে রাখে। স্বাভাবিক আচরণ তাদের মধ্যে দেখা যায় না। দিনের বেশিরভাগ সময় তারা কাটিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। থাকে চুপচাপ। কখনও আবার আলাপ জমায় অপরিচিত ব্যক্তির সঙ্গে। গভীর রাত পর্যন্ত ছাদে ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে। একটা সময়ের পর নিজের শরীরকে ক্ষত-বিক্ষত করে তুলতে থাকে তারা।

এর থেকে বাঁচতে কী করা যায়?

এই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য মনোবিজ্ঞানীরা কিছু পরামর্শ দিচ্ছেন। সেগুলো হচ্ছে-
প্রথমতো আপনাকেই সচেতন হতে হবে। কেন আপনি অপরের নির্দেশনায় কাজ করবেন। আপনি যাকে কখনও দেখেননি, যার পরিচয় জানেন না, তার কথায় কেন চলবেন বা তার কথামতো কেন কাজ করবেন- সেটি নিজেকেই চিন্তা করতে হবে।
এরকম কোনো লিংক সামনে এলে তাকে এড়িয়ে চলতে হবে।
সমাজের তরুণ-তরুণীদের মাছে এই গেমের নেতিবাচক দিক সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
সন্তান, ভাই-বোন বা নিকটজনকে মোবাইলে ও কম্পিউটারে অধিক সময়ে একাকী বসে থাকতে দেখলে সে কী করছে, তার খোঁজ-খবর নিতে হবে। সন্তানকে কখনও একাকী বেশি সময় থাকতে না দেয়া এবং এসব গেমের কুফল সম্পর্কে বলা।
সন্তানদের মাঝে ধর্মীয় অনুশাসন মেনে চলার মানসিকতা সৃষ্টি করা। যাতে তারা আত্মহত্যা করা বা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা অনেক বড় পাপ- এটা বুঝতে পারে।
সন্তান ও পরিবারের অন্য কোনো সদস্য মানসিকভাবে বিপর্যস্ত কিনা- সেদিকে বিশেষ লক্ষ্য রাখা। কেউ যদি মানসিকভাবে বিপর্যস্ত হয় তাকে সঙ্গ দেয়া।
কৌতূহলি মন নিয়ে এই গেমটি খেলার চেষ্টা না করা। কৌতূহল থেকে এটি নেশাতে পরিণত হয়। আর নেশাই হয়তো ডেকে আনতে পারে আপনার মৃত্যু।

কোন কোন দেশে আছে ব্লু হোয়েল?


এ পর্যন্ত ব্লু হোয়েল পৃথিবীর কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে, তার সঠিক হিসাব নেই। তবে রাশিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, বুলগেরিয়া, চিলি, চীন, ভারত, ইটালি, কেনিয়া, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, সাইবেরিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ে ব্লু হোয়েল শনাক্ত হয়েছে।

সংগ্রহঃ সংবাদপত্র

Banglalink বন্ধ সিম অফার Oct 2017




বাংলালিংক দিচ্ছে 39 টাকা 10 GB Internet & Spacial Call Rate মেয়াদ 90 দিন।


আপনি Offer পাবেন কি না?
Offer Check করতে আপনার বাংলালিংক নাম্বার লিখে Sent করুন ৪৩৪৩ এ ।

যেমন- আপনার বন্ধ বাংলালিংক নাম্বার  ০১৯xxxxxxxxx লিখে পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

প্রথম ৩৯ টাকা রিচার্জে 1 GB পাবেন। মেয়াদ 7 দিন
বাকি ৯ জিবি পেতে আপনাকে ১৩ টাকা, ২৬ টাকা বা ১১৯ টাকার যেকোন একটি Recharge করে  MB প্যাক কিনলে সাথে ১ জিবি পাবেন। রিচার্জ করে কেনা MB এর মেয়াদ অনু্যায়ী ১ জিবি MB এর মেয়াদ নির্ধারিত হবে। যদি রিচার্জ করা MB এর মেয়াদ 7 দিন হয় তাহলে আপনার ১ জিবি MB এর মেয়াদ হবে 7 দিন




অফার বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে বিস্তারিত জানতে যেকোন বাংলালিংক নাম্বার থেকে ফ্রী কল করুন ১২১৫১২ তে।

Robi তে ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায়  

(বন্ধ সিম অফার)






Robi আপনার রবি প্রিপেইড এবং SME সংযোগ বন্ধ থাকলে (পোস্ট-পেইড, উদ্যোক্তা, কর্পোরেট এবং ইজিলোড কানেকশন ব্যতীত) . তাহলে সিম টি চালু করে পাচ্ছেন ১ জিবি ডাটা মাত্র ৯ টাকায় + [5% Supplementary Duty + 15% VAT + 1% Surcharge] যার মেয়াদ থাকছে ৩০ দিন। . এই ডাটাব্যাবহার করতে পারবেন রাত ১২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। আপনি ৩০ দিন পর পর ১ জিবি ডাটা গ্রহন করতে পারবেন । . আকর্ষনীয় এই অফার টি চালু করতে kindly ডায়াল করুন *8666*090# এই কোডটি। অবশিষ্ট ডাটা চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন *8444*88#। সকল চার্জ সহ অফার টি চালু করতে ১০.৯৬ টাকা প্রয়োজন হবে। . কলরেটের অফারে টাকা ১৯ রিচার্জ করে পাচ্ছেন ২৫ পয়সা/মিনিট [রবি- রবি/এয়ারটেল] এবং ৬০ পয়সা/মিনিট [রবি-অন্যান্য] আকর্ষনীয় একটি কল রেট (৫% সম্পূরক শুল্ক+ ১৫% ভ্যাট +১% সারচার্জ প্রযোজ্য) যা ব্যাবহার করতে পারবেন ২৪ ঘন্টা। কলরেটের মেয়াদ থাকবে ৩০ দিন। ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। আর ও পাচ্ছেন ১৯টি এসএমএস যার মেয়াদ থাকবে ২ দিন । . এছাড়া, ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন ২ দিনের জন্য ১৯ টি এসএমএস এবং এমএমএস। SMS balance চেক করতে ডায়াল করুন *222*10# MMS balance চেক করতে ডায়াল করুন *222*13# . আপনার নম্বর এই অফার এর আওতায় আছে কিনা তা জানতে নিজের নাম্বার থেকে ডায়াল করুন *৮০৫০# অথবা যে কোন রবি নম্বর থেকে Your Robi Number টাইপ করে পাঠিয়ে দিন ৮০৫০ তে, একেবারেই ফ্রি।

এখন হতে বাংলা কনটেন্ট সাপোর্ট করবে গুগল এডসেন্স











আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সুখবর।আমরা অনেকে বাংলা ব্লগ লিখি।অনেকে রয়েছে যাদের ব্লগে ভালো মানের কনটেন্ট এবং ট্রাফিক রয়েছে।কিন্তু গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করতনা। অপেক্ষার পালা শেষ।এখন গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করবে।ব্লগিং করে আপনারা খুব ভালো মানেরই টাকা আয় করতে পারেন।আপনি যে জিনিসে অভিজ্ঞ।সে সম্পর্কিত লিখালিখি করতে পারেন।এর জন্য যারা এখনও নতুন এবং শুরু করতে চাচ্ছেন,তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম হতে পারে ব্লগস্পট ডট কম এখানে ফ্রীতে একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন।তবে হ্যা ভুলেও অন্যের কপি পোস্ট করতে যাবেন না।তাহলে ব্যান খাবেন এডসেন্স থেকে।এখান থেকে আপনি খুটিনাটি বিষয়গুলো জেনে একটু অভিজ্ঞ হয়ে প্রফেশনাল লেভেলে যেতে আপনি হোস্টিং ডোমেইন কিনে ব্লগিং করে ভালোই টাকা আয় করতে পারবেন।আর সবচেয়ে বড় সুখবর তো দিয়েই দিলাম।সবাই ভালো থাকবেন।

ব্লগিং করার জন্য সঠিক গাইডলাইন।এবং কিছু ভুল ধারনা



অনলাইনে টাকা আয়ের যে সব উপায় রয়েছে তাদের মধ্যে ব্লগিং অন্যতম।এখন অনেকেই রয়েছেন যারা ব্লগিংকে পেশা হিসিবে বেছে নিয়েছেন।ব্লগিং করেই আপনি কিছু বাড়তি টাকা হাতিয়ে নিতে পারেন।




কি বিষয় নিয়ে ব্লগিং করব?


আপনি যে বিষয় নিয়ে ভালো জানেন,কিংবা যে জিনিসে আপনি অভিজ্ঞ তা নিয়েই লিখালিখি শুরু করে দিতে পারেন।তবে হ্যা কোনোভাবেই অন্যের পোস্ট কপি করা যাবেনা।আপনি যদি অন্যের পোস্ট কপি করেন তবে কখনই গুগল আপনার পেজ র ্যাংকিকে আনবেনা।এবং আপনি কখনই সাইটে ভিজিটর পাবেন না।আপনি যদি ওযেব ডেভেলপার হন,ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে লিখতে পারেন,প্রোগ্রামার হলে প্রোগ্রামিং নিয়ে,রান্না জানলে রান্না নিয়ে,টেকনোলজি সম্পর্কে লিখতে পারেন,অর্থাত আপনি যেটি ভালো জানেন তা নিয়েই শুরু করে দিন।তবে হ্যা একটা কথা মনে রাখতে হবে অন্যের পোস্ট কখনই কপি করা যাবে না।



কিভাবে ব্লগিং শুরু করব?


প্রথমত ধৈর্য্য লাগবে।ধৈর্য্য ছাড়া কখনই উন্নতি লাভ সম্ভব নয়। ধৈর্য্য নিয়ে লেগে থাকলে সফলতা আসবেই।আপনি যদি বিগেনার লেভেলের হন তাহলে আপনি ব্লগস্পট ডট কম এখান থেকে শুরু করতে পারেন।এখানে ফ্রি একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন।অনেক ভালো টেমপ্লেট পাবেন,সাথে একটি সাবডোমেইনও পাবেন।ইচ্ছা করলে নিজের ডোমেইন নেম ও সংযুক্ত করতে পারবেন।এখান থেকে শুরু করলে আপনি অনেক খুটিনাটি বিষয় সম্পর্কে জানবেন।এবং এরপর আপনি চাইলে যদি আরেকটু আপডেটে যেতে চান তাহলে হোস্টিং এবং ডোমেইন কিনে ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারেন।

কিভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন?



ব্লগ থেকে টাকা আয়ের অনেক রকম উপায় রয়েছে।আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করতে পারবেন।তাছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও টাকা আয় করতে পারবেন।অর্থাত আপনার সাইটের মাধ্যমে কোনো পন্য বিক্রি করেও টাকা আয় করতে পারবেন।টাকা আয়ের সবচেয়ে জনপ্রিয় প্রথা হল গুগল এডসেন্স  সম্পৃতি গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করছে।আপনি আপনার সাইটে গুগল এডসেন্সের বিজ্ঞাপন বসিয়েও টাকা আয় করতে পারেন।এছাড়া আমাদের অনেক দেশীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন green and red।


ব্লগিং এর জন্য আলাদা গিয়ার


আপনি যদি ব্লগিং এ সঠিকভাবে উন্নতি করতে চান তবে আপনার ব্লগ সাইটের জন্য SEO খুবই গুরুত্বপূর্ন।SEO হলো একটি সাইটের প্রান।আপনি যদি শুধু ব্লগ লিখি গেলেই তো চলবে না,ব্লগে ভিজিটর ও তো লাগবে।SEO র কাজ সাইটে ভিজিটর আনা।SEO র মানে হলো Search engine optimization। অর্থাত seo র উদ্দেশ্য হলো আপনার সাইটের পেজ গুলো র ্যাংকিকে আনা।আপনি যদি ভালো মানের ইউনিক কনটেন্ট লিখেন,এছাড়া আলাদা কিছু SEO র কৌশল অবলম্বন করেন তাহলে আপনার সাইটে ট্রাফিক নিশ্চিত আসবেই।

ব্লগিং সম্পর্কিত কিছু ভুল ধারনা


ব্লগিং নিয়ে অনেকেরই ভুল ধারনা রয়েছে।অনেকে মনে করেন ব্লগিং করলেই টাকা আসবে।জিনিসটা সম্পুর্ন ভুল।ব্লগিং এর প্রান হলো কনটেন্ট,কনটেন্ট হতে হবে ইউনিক এবং কপিপেস্ট মুক্ত।সাথে কিছু কৌশল অবলম্বন করতে হবে যাকে S E O বলে।

সবাই ভালো থাকুন।
Happy Blogging. Thank You.





Pluto তে কিভাবে Apps রিভিউ করবেন  নিজের পকেট খরচ Pluto অ্যাপ থেকে ইনকাম করে নেন।



https://prantusjantus.blogspot.com/
https://prantusjantus.blogspot.com/



বিঃ দ্রঃ Pluto তে Apps রিভিউ করবেন রিভিউ না করলে টাকা পাবেন না।

Pluto App থেকে ইনকামের জন্য App রিভিউ অত্যান্ত জরুরী।

তাই আজকের বিষয় হচ্ছে, কিভাবে Pluto তে অ্যাপ রিভিউ করবেন।

প্রথমে প্লে ষ্টোর থেকে অ্যাপটি  ডাউনলোড করতে হবে।

App Link:  Download Pluto Apk


তো চলুন দেখে নেয়া যাক কিভাবে Review করবেন App টি






যেই অ্যাপ গুলা দিয়ে কাজ করবেন ওই গুলা 5 star Rate দিয়ে Screenshot দিবেন ওদের প্রমান দেওয়ার জন্য। পরে Pluto অ্যাপ যাবেন।





 Review Photo তে ক্লিক করবেন যে কোন একটাই।




 নীল তীর আইকন টা তে ক্লিক করেন আপনার Gallery চলে আসবে ফটো টা  Upload করে দিন। এভাবে Pluto সহ যেই অ্যাপ গুলাই কাজ করেন সব গুলা  5 Star Rate দিয়ে ফটো তুলে Upload দিয়ে দেন না হলে টাকা দিবেনা।

যারা এখনো একাউন্ট খুলেন নাই, তারা এখনি একাউন্ট খুলে নেন।


ধন্যবাদ


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget